ওই যে আসে

এক কুড়ি দশ মানে কত--
প্রশ্নটা তার বুকের কাছে 
ছড়িয়ে যায় খইয়ের মতো 
শিউলি এবং টগর গাছে।

শিউলি হাসে টগর হাসে--
দিগ-বালিকার বুকের কাছে
এক কুড়ি দশ মানে কত 
প্রশ্ন হয়ে ঝুলেই আছে।

আমরা যারা রোজ প্রভাতে--
শিউলি কুড়াই টগর কুড়াই 
দিগ-বালিকা ওই যে আসে
চলো দেখে চক্ষু জুড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *