বকুলকথা

ছবি : শ্রী তপনকান্তি মাহাত-র সৌজন্যে
সময় হারিয়ে গেছে, তবু সেই সে
বকুলগাছ আজও জেগে আছে।
জেগে আছে দিগন্তপ্রসারী মাঠ, পিয়ালের বন-- 
যেখানে হারিয়েছিল মন।

ফিরে গেলে ঠাঁই দেবে সেই তরুমূল,
আঁচল উজাড় করে দেবে তার ফুল।
চুলের সুবাসে ফের মাতোয়ারা মন--
চারিদিকে পথঘাট বড়ো নির্জন!

2 thoughts on “বকুলকথা”

    1. কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। আন্তরিক শুভেচ্ছা নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *