ইকড়িমিকড়ি

দশবারো জন পাদানিতে
বাদুড়-ঝোলা ঝুলছিল 
মালিক কাজি রমেন গাজির
বরাতখানা খুলছিল!  
ইন্দুমালি ফুলের ডালি
নিয়ে মালা গাঁথছিল 
মদন বেনে গেল জেনে 
সোনায় কত খাদ ছিল!
বাজার থেকে ফিরতি পথে 
ধপাস পড়ে আলুর দম-- 
ছোটকাকা ভাঙলে ছাতা 
ছোটকাকির মেজাজ টং!
ছোটকাকা মনের ব্যথা 
ক্রমে ক্রমে ভুলছিল 
দশবারো জন পাদানিতে 
বাদুড়-ঝোলা ঝুলছিল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *