আমি একজন অবসরপ্রাপ্ত কলকাতাবাসী। কাগজকলম নিয়ে ছড়া ও কবিতা লিখতে বসা আমার বহুদিনের অভ্যাস। ছড়া-কবিতার পাশাপাশি, গল্প, প্রবন্ধ, রম্যরচনা ও স্মৃতিকথা লিখে থাকি। বাংলায় অনুবাদ করি ইংরেজি কবিতা ও লিমেরিক। অনেকদিন ধরে বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখছি। এখন পর্যন্ত আমার সাতটা বই প্রকাশিত হয়েছে।
বই পড়তে ভালোবাসি। পছন্দের বিষয় সাহিত্য, দর্শন ও সমাজবিজ্ঞান। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও সুকান্ত ভট্টাচার্য। কবিতা আবৃত্তি করে আনন্দ পাই। তর্কপ্রিয়। ছাত্রজীবনে প্রচুর ডিবেট করেছি। মননশীল আলোচনার ধৈর্যশীল শ্রোতা। আড্ডায় অক্লান্ত। ভালোবাসি গান, চাকভাঙা মধু ও মানুষের সঙ্গ।