যারা গর্তে ঢোকার তারা গর্তে ঢুকে যাক যারা বেরিয়ে আসার তারা ঘর ছেড়ে বেরিয়ে আসুক। যারা মূক ও বধির তারা মুখ বন্ধ করে রাখুক যারা মুখর হতে চায় তারা আজ চিৎকার করুক। যারা জন্মভীতু তারা দরজায় খিল তুলে দিক যারা প্রত্যয়ী তারা রাস্তায় বেরিয়ে পড়ুক। সামনে রাঙা পলাশের বন সামনে উথালপাথাল ঝড় যাদের সাহস আছে তারা চিৎকার করে বলুক-- "বুকে গভীর আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয়!"
পড়তে পড়তে মনের মধ্যে প্রশ্ন দানা বাঁধছিল যে বেড়িয়ে তো পড়লাম তারপরের ধাপ কি ? শেষ দু লাইনে তার উত্তর পেয়ে গেলাম। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন।
সুন্দর ভালো লাগলো
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা অবিরত।
ভালো থাকবেন।