সবাই যদি

(উত্তরবঙ্গের বিশিষ্ট কবি ব্রততী ঘোষ রায় স্মরণে)

সবাই যদি তোমার মতো হত
মুক্তমনা উদার প্রকৃতির 
শান্ত কোমল স্বভাবে সংযত 
ধৈর্যপ্রবণ প্রাজ্ঞ এবং ধীর।

সবার যদি থাকত তোমার মতো 
উজাড় করা গভীর ভালোবাসা 
সবাই যদি ঠিক তোমারই মতো
সবার বুকে জাগিয়ে দিত আশা!

তোমার গৃহে গুণীজনের ভিড়ে
'প্রতিপক্ষ' পনেরো দিন বাদে 
ছাত্ররা সব বিজিআর-কে ঘিরে 
মেতে উঠত তোমার বাড়ির ছাদে।

'নবীন কলি'-র সরব আঙিনায় 
পাড়ার ছোটো কচিকাঁচার দল 
নাচে-গানে ছড়ায় কবিতায় 
তোমার স্নেহে সতত উজ্জ্বল!

'সবার নীচে সবার পিছে' যারা 
সবাই তোমার বড়ো আপনজন 
'মাটির বাড়ি'-র তুমিই ধ্রুবতারা 
তোমার শোকে কাঁদছে সবার মন।

হতাশ এবং নিরুৎসাহী যারা 
তারাও হত উদ্যমী জাগ্রত 
ভীরুর ডাকে ফিরত না আর তারা 
সবাই যদি তোমার মতো হত!

১. প্রতিপক্ষ— কবির বাড়ির পাক্ষিক সাহিত্যসভা।

২. নবীন কলি– পাড়ার ছোটোদের সংগঠন যার মধ্যমণি ছিলেন তিনি। 

৩. মাটির বাড়ি– কবির বাড়ির পাশের কয়েকটা  গ্রামের গরিব মানুষদের নিয়ে ওনার তৈরি করা সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *