বৃথা কষ্ট
দিনদুপুরে মত্ত হয়ে ভাঙল জগার পা, কিন্তু জগা আদৌ তাতে করলো নাকো গা! মিসেস জগা তৃষ্ণা পেতে চাইল জলের গ্লাস, জলের খোঁজে জগা সটান ছুটল পানিত্রাস। পানিত্রাসের পাকুড়গাছে পেঁচার জোড়া নাতি, দিনেমানেই ভজনগানে কাঁপায় ভিটেমাটি; দাসবাবুদের দালানজুড়ে জমাট বাউলমেলা, মাচার ওপর সারা বাংলা চু কিত্ কিত্ খেলা— এসব ব্যাপার দেখে জগার চক্ষু চড়কগাছ, জলের পরিবর্তে কিনে […]