তুমি আসবে বলে যত্নে সেজেছে আমার ভিতর বাড়ি তুমি আসবে বলে দিনের সূর্য পাটে যায় তাড়াতাড়ি। তুমি আসবে বলে ভোর থেকে রোজ প্রতিটা মিনিট গোনা তুমি আসবে বলে মিষ্টি মধুর কত সঙ্গীত শোনা ! তুমি আসবে বলে বসনে আমার বসানো জরির কাজ তুমি আসবে বলে কাজে মন নেই সব ভুলে গেছি আজ। তুমি আসবে বলে রঙিন হয়েছে সাঁঝ প্রদীপের বাতি তুমি আসবে বলে স্বপ্নে মধুর হয়েছিল গত রাতি। তুমি আসবে বলে সবকিছু ভুলে পথ চেয়ে বসে থাকা তুমি আসবে বলে বুকের মধ্যে পিয়াসী কোকিল ডাকা।