কেমিস্টিরি পড়ান তবে যুক্তি-তক্কো মানেন না ভূতপেত্নি মানেন তবে ভূতের সাকিন জানেন না! যে শিক্ষক ফিজিক্স পড়ান অঙ্কে যিনি বলবান তাঁর আঙুলে চারটে পাথর বলো কীসের অভিজ্ঞান! অ্যাস্ট্রনমির ফর্মুলা যাঁর জিভের ডগায় উপস্থিত তিনিই আবার মন্ত্র পড়েন খোঁড়েন যখন বাড়ির ভিত! এসব কথার উত্তর আজ বলছি কানে কানে-- এঁরা কবেই ভুলে গেছেন সায়েন্স কথার মানে!