মেঘরঙ দিয়ে রঙ যদি করো গোঁপ-দাড়ি আর চুল নির্ঘাত তবে প্রতিবেশীদেরও চিনতে হবেই ভুল। কৃত্রিম চুলে ঢেকে যদি দাও তোমার মস্ত টাক মৌপিয়াসীরা তোমার মাথায় খুঁজবেই মৌচাক। লাল রঙ দিয়ে রঙ যদি করো তোমার বেণির চুল বাহান্ন হবে এক কুড়ি বারো মন আবার বেআকুল! এফেক্ট বাড়াতে লাগালে মাথায় শিলে বেটে টোপা কুল উথালপাথাল দিলদরিয়ায় ফুটবেই জবা ফুল! মনের মতন সঙ্গী জুটিয়ে সিধে গেলে তেহেরান হাসনুহানার মিঠে সৌরভে জেগে উঠবেই প্রাণ!