জীবন

(সামাজিক মাধ্যমে পড়া এই কবিতাটি কার লেখা জানি না। যে ইংরেজি কবিতাটি (Young And Old) পড়ে এর বাংলা অনুবাদ করেছি, তাতে কবির নাম নেই। এটাও জানি না, কবিতাটি ইংরেজিতে লেখা, না অন্য ভাষায় লেখা একটি কবিতা ইংরেজিতে অনূদিত হয়েছে।)

যখন বয়স কম ছিল তখন 
মুখের ব্রণ নিয়ে বিব্রত হতাম
এই বৃদ্ধ বয়সে আমি দেহের 
বলিরেখা নিয়ে বিব্রত। 

যৌবনে আমি প্রেয়সীর হাত 
ধরার অপেক্ষায় থাকতাম
এই বৃদ্ধ বয়সে আমি অপেক্ষা করে থাকি 
যদি কেউ এসে আমার হাত ধরে!

যখন বয়স কম ছিল তখন 
আমি একা থাকতে চাইতাম 
এই বৃদ্ধ বয়সে আমার আশঙ্কা হয় 
কেন একা হয়ে গেলাম।

অল্প বয়সে কেউ পরামর্শ দিলে 
আমি বিরক্ত হতাম 
এই বৃদ্ধ বয়সে আমাকে সঙ্গ 
দেওয়ার ও কথা বলার কেউ নেই!

অল্প বয়সে সুন্দর কিছু দেখলে 
আনন্দে উচ্ছ্বসিত হতাম 
এই বৃদ্ধ বয়সে আমার চারপাশে
যাই দেখি তাই সুন্দর মনে হয়।

যখন বয়স কম ছিল তখন 
নিজেকে অবিনশ্বর মনে হত
এই বৃদ্ধ বয়সে ভাবি 
এই বুঝি জীবনের বেলা শেষ হল!

অল্প বয়সের মুহূর্তগুলো আমি 
সাড়ম্বরে উদযাপন করতাম 
এই বৃদ্ধ বয়সে সেই স্মৃতিগুলিকে  
সযত্নে লালন করতে থাকি!

যখন বয়স কম ছিল তখন আমার
গাঢ়, গভীর ঘুম ভাঙতে চাইত না
এই বৃদ্ধ বয়সে আমার দু-চোখে 
ঘুম আর আসতেই চায় না!

যৌবনে আমি মেয়েদের হৃদয়ে
কাঁপন ধরিয়ে দিতে চাইতাম 
এই বৃদ্ধ বয়সে ভয় হয় কখন 
আমার হৃদস্পন্দন থেমে যায়! 

জীবনের চরম স্তরে আমরা
আশঙ্কা নিয়ে বেঁচে থাকি 
কিন্তু 
আমরা অনুভব করতে পারি না
জীবনের অভিজ্ঞতা হোক।

যুবক কিংবা বৃদ্ধ হওয়া কোনটাই 
কোনও ব্যাপার নয়
আসল ব্যাপার হল বাঁচা
এবং 
ভালোবাসা নিয়ে বাঁচা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *