(শ্রী দেবাশীষ বসুর একটি হোয়াটসঅ্যাপ পোস্ট পড়ে)
গরম কড়ায় ঢেলে সাঁতলে নিয়ে তেলে চায়ের লিকার খেলে মনগাঁ লোকাল চড়ে পরের দিনের ভোরে পৌঁছে যাবে শেষে উল্টোরাজার দেশে। উল্টোরাজার দেশে উল্টোরানি এসে যেই দিয়েছে কেশে রাজবদ্যি এসে চোখের জলে ভেসে বলল, "চাপা কোডিভ ছিল তাই গিয়েছে টেঁসে!"