মৃণাল সেন

মৃণাল সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক। ভুবন সোম, কলকাতা ৭১, পরশুরাম, এক দিন প্রতিদিন, আকালের সন্ধানে, মৃগয়া, প্রভৃতি তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা। ২০১৮ সালে ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

Image of Mrinal Sen; মৃণাল সেন
ছবি : শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের সৌজন্যে
মাটির ওপর পা-দুখানি 
আকাশ-ছোঁয়া মাথা--
সারাজীবন শুনিয়ে গেলে
মরণজয়ী গাথা!

'নীল আকাশের নীচে' তোমার 
নীরব অভিজ্ঞান 
নিজের মতে নিজের পথে 
বিজয় অভিযান। 

অটল ছিলে কথায় এবং
প্রতিদিনের কাজে 
ভুঁইফোড়েরা তোমায় দেখে 
মুখ লুকাত লাজে!

তোমার শোকে সারাটা দিন 
কাঁদছিল কলকাতা;--
মাটির ওপর পা-দুখানি 
আকাশ-ছোঁয়া মাথা

2 thoughts on “মৃণাল সেন”

  1. অসাধারণ আপনার লেখনী ভারী সুন্দর খুবই সুন্দর লাগলো, আপনি লিখুন শুধুই লিখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *