ভাবছি বসে

ভাবছি বসে অনেক কাল-- 
কাদের বাড়ি ঢালাই করা
কাদের কাঁচা বাড়ির মাথায় 
বসত করে খড়ের চাল!

কাদের বাড়ির দেওয়াল জুড়ে
রামধনু রঙ হাসতে থাকে,
কাদের বাড়ির দেওয়াল ভেঙে 
বর্ষা এলেই ভাসতে থাকে!

কাদের বাড়ির কোলাপসিবল 
গেটের তালা সেভেন লিভার, 
কাদের বাড়ির দরজাতে নেই 
লোহার কুলুপ রাত্রে দেবার!

কাদের বাড়ির খানাপিনায় 
তেল মশলা মিষ্টি ঝাল,
কাদের বাড়ির খাবার থালায় 
বাড়ন্ত হয় ভাতের চাল;-- 

ভাবছি বসে অনেক কাল!

4 thoughts on “ভাবছি বসে”

  1. কাদের বাড়ির সবকটাতেই
    চাকরি করে সরকারিতে
    কাদের বাড়ির বেকার সবাই
    ঘুম আসে না আঁখি পাতে।

  2. I think the poet wants to highlight or pinpoint the fact that the progressive intellectuals have been for too long pondering over the abysmal economical disparity prevailing in the country but doing nothing to change it. I highly appreciate his creative efforts to alert people on such issues.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *